অঘাসুর
হিন্দু পৌরাণিক কাহিনি অনুসারে অসুর বিশেষ। এর প্রকৃত নাম অঘা। অঘা নামক অসুর এই অর্থে অঘাসুর নামে অধিক পরিচিত।

তিনি কংসের  একজন সেনাপতি হিসাবে প্রসিদ্ধ ছিলেন। কৃষ্ণ-কে হত্যা করার জন্য কংস অঘাসুরকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন।  উল্লেখ্য, কৃষ্ণ-কে হত্যা করার জন্য এর আগে তিনি পুতনা, তৃণাবর্ত, বৎসাসুর, বকাসুর ও কেশী নামক দানব ও অসুরদের পাঠান। কৃষ্ণ এঁদের প্রত্যেকে হত্যা করেন। এরপর কংস অঘাসুরকে বৃন্দাবনএ পাঠান। অঘাসুর বৃন্দাবনে এসে মায়াবলে অজগর রূপ ধরে মুখ প্রসারিত করে শ্রীকৃষ্ণের অপেক্ষায় করতে থাকেন। শ্রীকৃষ্ণের বালক সহচরেরা, এই প্রসারিত মুখ দেখে পর্বতগুহা মনে করে তাতে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ অঘাসুরের প্রকৃত পরিচয় জেনেও উক্ত মুখে প্রবেশ করে আপন দেহকে প্রসারিত করলে, অঘাসুর শ্বাসরোধ হয়ে মারা যান।   
সূত্র :