পুতনা
হিন্দু পৌরাণিক কাহিনি অনুসারে রাক্ষসীবিশেষ। তিনি বকাসুর ও অঘাসুরে বোন ছিলেন।

শিশু কৃষ্ণ-কে হত্যা করার জন্য কংস তাঁকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। পুতনা মায়াবলে সুন্দরী স্ত্রী-মূর্তি ধারণ করে নন্দের গৃহে আসেন। সেখানে কৃষ্ণকে কপট স্নেহে আদর করতে করতে বিষ মাখা স্তন কৃষ্ণের মুখে দেন। কিন্তু কৃষ্ণ পুতনার স্তনপানকালে তাঁর জীবনীশক্তি শোষণ করে তাঁকে হত্যা করেন। মৃত্যুকালে পুতনা দানবীর রূপ ধারণ করে চিৎকার করতে করতে বিশাল জায়গা জুড়ে পতিত হন।