বক
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে– রাক্ষস বিশেষ। এর পিতা ছিল ঋষিশৃঙ্গ নামক দৈত্য। এর অপর ভাইয়ের নাম ছিল অলম্বুষ। 

বক একচক্রা নামক একটি নগরী অধিকার করে স্বশাসন জারি করে। সে নিয়ম করে দিয়েছিল, নগরবাসীকে প্রতিদিন পর্যায়ক্রমে প্রতিটি গৃহস্থ পরিবার থেকে একটি মানুষ তার খাদ্যের জন্য পাঠাতে হবে। এছাড়া এর সাথে দিতে হবে বিশ খাড়ি চাল এবং দুটি মহিষ।

পাণ্ডবরা জতুগৃহ থেকে রক্ষা পাওয়ার পর, নদী পার হয়ে একচক্রা নগরীতে একটি ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নেন। সেই দিন ওই ব্রাহ্মণ বক রাক্ষসের খাদ্যের জন্য নির্ধারিত ছিল। ব্রাহ্মণের কাছে পাণ্ডবরা জানার পর, কুন্তী উক্ত ব্রাহ্মণের পরিবর্তে রাক্ষসের কাছে ভীমকে পাঠান ভীম উক্ত রাক্ষসকে হত্যা করে একচক্রাবাসীদেরকে রাক্ষসদের হাত থেকে রক্ষা করেন