মমতা

হিন্দু পৌরাণিক কাহিনি মতে  উতথ্য নামক ঋষির স্ত্রী। স্বামীর ছোট ভাই বৃহস্পতি, মমতার প্রতি আসক্ত হয়ে, তাঁর কাছে সঙ্গম প্রার্থনা করেন। এই সময় মমতার গর্ভে দীর্ঘতমা ঋষি ছিলেন মমতা বৃহস্পতিকে বিভিন্নভাবে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত বৃহস্পতির সাথে মিলিত হতে বাধ্য হন। সঙ্গমকালে, গর্ভস্থ দীর্ঘতমা পা দিয়ে বৃহস্পতি স্খলিত বীর্য বাইরে ফেলে দেন এর ফলে বৃহস্পতির বীর্য ভূমিতে পতিত হয় এবং সেখান থেকে ভরদ্বাজের জন্ম হয়

ভরদ্বাজের জন্মের পর
, স্বামীর পুত্র নয় এবং গর্ভজাতও নয় বলে মমতা তাঁকে ত্যাগ করেন কিন্তু বৃহস্পতি তাঁকে উতথ্যের  ক্ষেত্রজ পুত্র হিসাবে প্রতিপালনের পরামর্শ দেন মমতা বৃহস্পতির এই পরামর্শ গ্রহণ না করে, ভরদ্বাজকে ত্যাগ করেন। এরপর বৃহস্পতিও ভরদ্বাজকে ত্যাগ করেন। পরে মরুৎগণের এই পুত্রকে পালন করেন  মরুৎগণের ভুত বা ভর হয়েছিলেন এবং দ্বাজ (সঙ্কর) পুত্র বলে এর নাম হয় ভরদ্বাজ