মুম্মু
Mummu
মেসোপটেমিয়ার পৌরাণিক দেবতা। ইনি ছিলেন
আপসু এবং
তিয়ামৎ
-এর কন্যা। এই দেবী সম্পর্কে বিস্তারিত জানা যায়-
প্রাচীন গ্রন্থ
এনুমা এলিশ
গাঁথা থেকে। এই গ্রন্থে মুম্মু ছিলেন
আপসুর
উপদেষ্ঠা এবং সেবিকা। এই গ্রন্থ থেকে জানা যায়-
আপসু এবং
তিয়ামৎ স্বর্গের
দেবতাদের আচরণ নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেন। তাতে ব্যর্থ হয়ে, এঁরা দেবতাদের হত্যা
করার পরিকল্পনা করেন। এই সময় তিনি এর প্রতিকারের জন্য, তার উপদেষ্টা
মুম্মুর
শরণাপন্ন হন। মুম্মু এদের হত্যা করার জন্য পরামর্শ দেন।
পূর্ব সেমেটিক পৌরাণিক কাহিনি মতে এদের সন্তান ছিলেন আনু।
সূত্র :