অব্যাখ্যাত
বানান বিশ্লেষণ: অ+ব্+আ+ক্+ষ+আ+ত্+অ
উচ্চারণ:
ɔ.bæk.kʰa t̪o
[অ.ব্যাক.খা.তো]
শব্দ-উৎস:
সংস্কৃত অব্যাখ্যাত>
বাংলা অব্যাখ্যাত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ-বি-আ-
√
খ্যা (প্রকাশন)
+
ত
(ক্ত)
পদ:
বিশেষণ
অর্থ: যা ব্যাখ্যা করা হয় নি এমন। অব্যাখ্যা-কৃত
সমার্থক শব্দাবলি: অকথিত, অব্যাখ্যাত
বিপরীতার্থক শব্দ:
ব্যাখ্যাত
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ
বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান । সুবলচন্দ্র
মিত্র।