অকালমৃত্যু
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+ম্+ঋ+ত্+য্+উ
উচ্চারণ:
অ-কাল {অ-√কল্ (গণনা করা) +অ (ঘঞ্), করণবাচ্য}+মরণ {√মৃ (বিনাশ হওয়া) + ত্যু (ত্যুক), ভাববাচ্য}
অকালে মৃত্যু/সপ্তমী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
অর্থ:
অসময়ে বা অপরিণত বয়সে মৃত্যু।
সমার্থক শব্দাবলি: অকালমরণ,
অকালমৃত্যু