অকর্তৃক
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ত্+ঋ+ক্+অ
উচ্চারণ: [অ.কোর্‌ত্‌.তৃক্] [ɔ.kor.t̪ik]
শব্দ-উৎস: সংস্কৃত र्त्तृक  (অকর্ত্তৃক)>বাংলা অকর্তৃক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:

১. যার কোনো কর্তা নাই।
সমার্থক শব্দাবলি : অকর্তৃক, কর্তৃহীন।

২ : যা সম্পন্ন হওয়ার জন্য কোনো কর্তার প্রয়োজন হয় না।
 

  অকর্তৃক ক্রিয়া :
বাক্য গঠনকালে, সংযোজকমূলক ক্রিয়ামূল-জাত শব্দের ব্যবহার করার ক্ষেত্রে কখনো কখনো কর্তা অনুপস্থিত থাকে এবং সংযোজক-মূলক ক্রিয়ামূলজাত শব্দগুচ্ছই একই সাথে ক্রিয়া এবং কর্তার ভূমিকা পালন করে। ফলে এ সকল ক্ষেত্রে প্রত্যক্ষভাবে কর্তাকে খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে পদের বিচারে ওই শব্দগুচ্ছকে বলা হয়- অকর্তৃক ক্রিয়া
      দেখুন : অকর্তৃক ক্রিয়া [ব্যাকরণ]