অকরুণ

বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+উ+ণ্+অ
শব্দ-উৎস: [অ.কো.রুন্] [ɔ.ko.run]
শব্দ-উৎস: সংস্কৃত रुण (অকরুণ)>বাংলা অকরুণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: যার হৃদয়ে বা মনে করুণা নাই এমন।
সমার্থক শব্দাবলি: অদয়, অকৃপ, অকৃপণ, করুণাশূন্য, করুণাহীন, কৃপাহীন, দয়ামায়াহীন, দয়াশূন্য, দয়াহীন, নিকরুণ, নির্দয়, নির্মম, নিষ্করুণ, নিষ্ঠুর, বিকরুণ, মমতাহীন, মায়াহীন, হৃদয়শূন্য, হৃদয়হীন।
বিপরীত শব্দ: অকরুণা [স্ত্রীলিঙ্গার্থে]
                    করুণ [ভাবার্থে]
ইংরেজি:
merciless; unkind; cruel; un sympathetic