অকটকিনা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ট্+অ+ক্+ই+ন্+আ
উচ্চারণ:
ɔ.koʈ.ki.na (.কোট্‌.কি.না)

অ‌.কোট্.কি.না [নঞর্থক অ অর্ধ-বিবৃত ধ্বনি হবে। কট্ ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। এই সূত্রে পরবর্তী কি ধ্বনির ই-এর প্রভাবে কট্ ধ্বনি কোট্ ধ্বনিতে পরিণত হয়। অবশিষ্ট কি.না দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]

শব্দ-উৎস: সংস্কৃত कठिन অকঠিন>হিন্দি कट्कना অকট্‌কনা, ওড়িয়া অকটুকনা, বাংলা অকটকিনা।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১. অ (নাই)-কটকিনা (কঠোর নিয়ম) যার/নঞ্ বহুব্রীহি সমাস

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {| আইন | ধারণা | ভাবনা | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: যা কঠোর নিয়ম বা আইন দ্বারা আবদ্ধ নয়, এমন অবস্থা। 
সমার্থক শব্দাবলি: কঠোর বিধি অগ্রাহ্য করার সূত্রে সৃষ্ট নিয়মহীনতা।
বাংলা বাগধারা হিসেবে এই শব্দের ব্যবহার হয়ে থাকে। যেমন
আমি বড় হয়েছি খোলামেলা আবহাওয়া, ধর্মীয় নিয়মের অকটকিনার মধ্যে [সংসদ বাগ্‌ধারা অভিধান, সুভাষ ভট্টাচার্য]

 

২.  অ (নয়)-কটকিনা (কঠোর)/নঞ্ তৎপুরুষ সমাস
পদ বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ: যা কঠিন নয়, এমন
সমার্থক শব্দাবলি : অকটকিনা, অকঠিন,
অকঠোর।  
ইংরেজি:
 a not hard or difficult


সূত্র :