অমনুষ্য
বানান বিশ্লেষণ : অ+ম্+অ+ন্+উ+ষ্+য
উচ্চারণ : ɔ.mo.n.ʃo (অ.মো.নুশ্.শো্)

অ =অ (না বোধক। অর্ধ-বিবৃত হবে)
ম =মো (পরবর্তী বর্ণে উ-কারযুক্ত নু। এই কারণে ম ধ্ব
ি )
নুষ্য=নুশ্.,শো (ষ=এর উচ্চারণ শ-এর মতো। ষ্য থাকায় শ-এর উচ্চারণ দুইবার হবে। প্রথম শ্ পূর্বের নু-এর সাথে মিলিত হয়ে নুশ্ একাক্ষর তৈরি হবে। এরপরে দ্বিতীয় শ ওকারান্ত হবে।)

শব্দ-উৎস : বাংলা অ - সংস্কৃত मनुष्य (মনুষ্য)>বাংলা অমনুষ্য।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ : অ- মনু +য (যৎ), জাতার্থে ষ-এর আগম।
                              অ নাই মনুষ্য যেথায়/
নঞ্‌ বহুব্রীহি সমাস
পদ : বিশেষণ {নাম-বিশেষণ}

অর্থ : একজন মানুষ বা মনুষ্যজাতির একজনও না থাকা।  মনুষ্যহীন কোনো স্থান বুঝাতে এই শব্দকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়।
সমার্থক শব্দাবলি :
অইরান, জনমানববিহীন,
 জনমানবশূন্য, জনমানবহীন, জনশূন্য, জনহীন, নির্জন, বিরান, বিরানা
উদাহরণ : অমনুষ্য প্রান্তর।
ইংরেজি :
desolate