অইরান
বানান বিশ্লেষণ : অ+ই+র্‌+আ+ন্
উচ্চারণ : oi.
ran (ওই.রান্)

শব্দ-উৎস :  ফার্সি ويران অইরান>ৱরান>বাংলা অইরান
পদ : বিশেষণ {নাম-বিশেষণ}

১. অর্থ : একজন মানুষ বা মনুষ্যজাতির একজনও না থাকা।  মনুষ্যহীন কোনো স্থান বুঝাতে এই শব্দকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়।
সমার্থক শব্দাবলি:
ইরান,
অমনুষ্য,  জনমানববিহীন, জনমানবশূন্য, জনমানবহীন, জনশূন্য, জনহীন, নির্জন, বিজন, বিবিক্ত, বিরল, বিরান, বিরানা, লোকশূন্য
উদাহরণ: অইরান এলাকা।
ইংরেজি:
desolate

. অর্থ: যা বিধ্বস্ত হয়েছ বা পতিত হয়েছে।
সমার্থক শব্দাবলি:
ইরান,
বিরান, বিরানা
উদাহরণ: অইরান ভূমি, অইরান দেশ।
ইংরেজি:
desolate


সূত্র :