জনমানবশূন্য
বানান বিশ্লেষণ: জ্+অ+ন্+অ+ম্+আ+ন্+অ+ব্+অ+ব্+অ+শ্+ঊ+ন্+য্+অ
উচ্চারণ: [জ.নো.মা.নোব্.শুন্‌.নো] [ɟɔ.no.ma.nobun.no]
শব্দ-উৎস: সংস্কৃত (জন)>বাংলা জন + সংস্কৃত मानव (মানব)>বাংলা মানব + সংস্কৃত शृन्य (শূন্য)>বাংলা শূন্য।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
জনমানব দ্বারা শূন্য/তৃতীয়া তৎপুরুষ সমাস।
পদ : বিশেষণ {নাম-বিশেষণ}
অর্থ: একজন মানুষ বা মনুষ্যজাতির একজনও না থাকা।  মনুষ্যহীন কোনো স্থান বুঝাতে এই শব্দকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়।
সমার্থক শব্দ:
ইরান, জনমানববিহীন,
 জনমানবশূন্য, জনমানবহীন, জনশূন্য, জনহীন, নির্জন, বিরান, বিরানা
উদাহরণ: জনমানবশূন্য এলাকা।
ইংরেজি:
desolate


সূত্র :