নির্জন
বানান বিশ্লেষণ: ন্+ই+র্+জ্+অ+ন্+অ
উচ্চারণ: [নির্‌জ্.জন্] [nirɟ.ɟɔn]
শব্দ-উৎস: সংস্কৃত निर्जन (নির্জন) >বাংলা নির্জন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:

১. বিশেষণ {নাম-বিশেষণ}

১.১. অর্থ : একজন মানুষ বা মনুষ্যজাতির একজনও না থাকা।  মনুষ্যহীন কোনো স্থান বুঝাতে এই শব্দকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়।
সমার্থক শব্দাবলি :
ইরান,
জনমানববিহীন, জনমানবশূন্য, জনমানবহীন, জনশূন্য, জনহীন, নির্জন, বিরান, বিরানা
উদাহরণ : অইরান এলাকা।
ইংরেজি :
desolate

১.২. অর্থ : একান্ত নিজস্ব পরিমণ্ডল, যেখানে অন্য মানুষ কাম্য নয় এমন।
সমার্থক শব্দ :
নিভৃত
উদাহরণ : এখানে এত লোক যে
, নির্জনে দুটো কথা বলার উপায় নেই

১.৩. অর্থ : সঙ্গীহীন অবস্থায় থাকা।
সমার্থক শব্দাবলি : নিঃসঙ্গ
, একাকী
উদাহরণ :
সারজীবন তো নির্জনেই কাটিয়ে দিলাম

১.৪. অর্থ : যেখানে সাধারণত লোক চলাচল করে না এমন।
উদাহরণ : ওই নির্জন পথে কে যাবে।

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | বিশেষ স্থান | সুনির্দিষ্ট স্থান | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ : যেখানে কোনো মানুষ নাই এমন কোনো সুনির্দিষ্ট স্থান।
সমার্থক শব্দাবলী : নিভৃত স্থান,
বিজন
উদাহরণ : চলো কোনো নির্জনে বসে কথাটা শেষ করি।

ইংরেজি :
a lonely place; solitude

বিশেষ্য : নির্‌জনতা।
অব্যয় : নির্জনে ()

 কাজ চলছে...


 


সূত্র :