জনহীন
বানান বিশ্লেষণ: জ্+অ+ন্+অ+হ্+ঈ+ন্+অ
উচ্চারণ:  [জ.নো.হিন্ ][ɟɔ.no.ɦin]
শব্দ-উৎস:

পদ : বিশেষণ {নাম-বিশেষণ}
অর্থ: একজন মানুষ বা মনুষ্যজাতির একজনও না থাকা।  মনুষ্যহীন কোনো স্থান বুঝাতে এই শব্দকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়।
সমার্থক শব্দ:
ইরান, জনমানববিহীন,
 জনমানবশূন্য, জনমানবহীন, জনশূন্য, জনহীন, নির্জন, বিরান, বিরানা
উদাহরণ: ডাকে কারে জনহীন অসীম প্রান্তর গীতবিতান। প্রকৃতি পর্যায় ২৮। রবীন্দ্রনাথ ঠাকুর।
ইংরেজি:
desolate


সূত্র :