বি
বানান বিশ্লেষণ : ব্‌ +ই+র্‌ +অ +ল্ + অ।
উচ্চারণ : bi.rɔl (বি.রল্)

বি =বি (বি একাক্ষর ধ্বনি)
রল =রল্ ( র-এর সাথে ল ধ্বনি যুক্ত হয়ে, রল্ একাক্ষর তৈরি করে)

শব্দ-উৎস : সংস্কৃত बिरल (বিরল) >বাংলা বিরল।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ : বি +
রা (গ্রহণ) +অল্ (কলচ), কর্তৃবাচ্য
 

১. বিশেষণ {নাম-বিশেষণ}

১.১. অর্থ : একজন মানুষ বা মনুষ্যজাতির একজনও না থাকা।  মনুষ্যহীন কোনো স্থান বুঝাতে এই শব্দকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়।
সমার্থক শব্দাবলি :
অইরান, জনমানববিহীন, জনমানবশূন্য, জনমানবহীন, জনশূন্য, জনহীন, নির্জন, বিজন, বিবিক্ত, বিরল, বিরান, বিরানা
উদাহরণ : বিরল স্থান
ইংরেজি :
desolate

১.২. অর্থ : একান্ত নিজস্ব পরিমণ্ডল, যেখানে অন্য মানুষ কাম্য নয় এমন।
সমার্থক শব্দাবলি :
উপাংশু, একান্ত, গোপন, নিভৃত, নির্জন, বিবিক্ত,  বিরল
উদাহরণ : এখানে এত লোক যে
, বিজনে দুটো কথা বলার উপায় নেই

১.৩. অর্থ : যা কদাচিৎ ঘটে বা দেখা যায়।
উদাহরণ : বিরল ঘটনা

১.৪. অর্থ : যা ঘনভাবে বিন্যস্ত বা গঠিত।
সমার্থক শব্দাবলি : অনিবিড়, ছাড়াছাড়া, ফাঁকবিশিষ্ট
উদাহরণ : বিরল পল্লব, বিরল বসতি

১.৫. অর্থ : যা অল্প বা অতি অল্প।
সমার্থক শব্দাবলি : অল্প, অত্যল্প, বিরল
উদাহরণ : বিরল কেশ, বিরল প্রয়োগ।

১.৬. অর্থ : যা অতি অল্প পাওয়া যায়।
সমার্থক শব্দাবলি : অল্প, দুর্লভ, দুষ্প্রাপ্য, বিরল
উদাহরণ : আগে নদীতে অনেক শুশুক ছিল, এখন বিরল


সূত্র :