অংহা
বানান বিশ্লেষণ:
অ+ং+হ্+আ
উচ্চারণ:
ɔŋ.ɦa
(অঙ্.হা)।
অঙ্.হা [অং এবং হা দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]
শব্দ-উৎস: বৈদিক>সংস্কৃত अंहा
(অংহা)>বাংলা
অংহা।
পদ:
বিশেষ্য
অর্থ: হিন্দু পৌরাণিক চরিত্র। ঋগ্বেদের প্রথম মণ্ডলের ৬৩ সংখ্যক সূত্রের সপ্তম শ্লোকে আছে, সুদাস নামক রাজার শত্রু ছিলেন। দেবরাজ ইন্দ্র অংহাকে পরাজিত করে তার সকল সম্পদ ধ্বংস করেছিলেন।
সূত্র: