সুদাস
বানান বিশ্লেষণ: স্+উ+দ্+আ+শ্+অ
উচ্চারণ: ʃu.
d̪aʃ (শু‌.দাশ্)।

 [শু একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। পরবর্তী এবং হা ধ্বনির সাথে শ (স>শ) যুক্ত হয়ে একাক্ষর দাশ্ ধ্বনি তৈরি করে।]

শব্দ-উৎস: বৈদিক>সংস্কৃত सुदास (সুদাস)>বাংলা সুদাস
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: হিন্দু পৌরাণিক চরিত্র। ঋগ্বেদের মতে রাজা পিজবন-এর পুত্র এবং ঋগ্বেদের সকল রাজাদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ।
প্রথম মণ্ডলের ৪৭ সংখ্যক সূত্রের ষষ্ঠ শ্লোক এবং ৬৩ সংখ্যক সূত্রের সপ্তম শ্লোক থেকে জানা যায়
রাজা সুদাস-এর শত্রু ছিলেন অংহা। দেবরাজ ইন্দ্র সুদাস-এর পক্ষালম্বন করে, অংহাকে পরাজিত করেছিলেন।


সূত্র: