অংশুশিরাল
বানান বিশ্লেষণ:
অ+ং+শ্+উ+শ্+ই+র্+আ+ল্+অ
উচ্চারণ : oŋ.ʃu
.ʃi.ral (ওঙ্‌.শু.শি.রাল্)।

ওঙ্.শু [পরবর্তী ধ্বনি উকারযুক্ত হওয়ায় অং ধ্বনি ওঙ্ ধ্বনিতে পরিণত হবে এবং উকারান্ত শ্ ধ্বনি, একাক্ষর শু ধ্বনি তৈরি করবে]
শি.রাল্ [শি একাক্ষর ধ্বনি তৈরি করে। রা ধ্বনির সাথে রুদ্ধ ল্ ধ্বনি যুক্ত হয়ে একাক্ষর রাল্ ধ্বনি তৈরি করে।]

শব্দ-উৎস: সংস্কৃত अंशुशिरा (অংশুশিরাল)>বাংলা অংশুশিরা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংশু {অশ্ (ব্যাপ্ত হওয়া) +উ (কু), কর্তৃবাচ্য}+  শিরা {শৄ (গমন করা) + অ (ক), কর্মবাচ্য}=অংশুশিরা+ল (লচ্) আছে অর্থে।
পদ: বিশেষণ
অর্থ:
অংশুশিরা আছে এমন।


সূত্র :