অরুণপ্রিয়া
বানান বিশ্লেষণ:
অ+র্+উ+ণ্+প্+র্+ই+য়্+আ
উচ্চারণ:
o.run.pri.a
(ও.রুন্.প্রি.আ)।
ও.রুন্.প্রি.আ []
শব্দ-উৎস:
সংস্কৃত
अरुणप्रिया
(অরুণপ্রিয়া>বাংলা
অরুণপ্রিয়া।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান
|
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনি মতে−
সূর্য দেবতার স্ত্রী
সংজ্ঞা ও
ছায়াকে অংশুধরা বলা হয়ে থাকে।
সমার্থক
শব্দাবলি:
অংশুধরা,
অরুণপ্রিয়া,
ছায়া।