অষ্টসিদ্ধি
বানান বিশ্লেষণ: অ+ষ্+ট্+অ-স্+ই+দ্+ধ্+ই
উচ্চারণ:
ɔʃ.ʈo
ʃi d̪ d̪ʰi
(অশ্.টো.শিদ্.ধি)
শব্দ-উৎস: সংস্কৃত
সংস্কৃত অষ্ট-সিদ্ধি >
বাংলা অষ্টসিদ্ধি
পদ:
বিশেষ্য
অর্থ: হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের যোগ ও
তান্ত্রিক সাধনায় বিশেষ আটটি সিদ্ধ লাভ করাকে বলা হয় অষ্টসিদ্ধি। এই আটটি সিদ্ধ হলো- অণিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব
ও বশিত্ব
বিস্তারিত দেখুন:
অষ্টসিদ্ধি [বিশ্বকোষ]
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি
সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস।
সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান । সুবলচন্দ্র মিত্র।