অঠ
বানান্ বিশ্লেষণ : অ +ঠ্+অ।
উচ্চারণ:
ɔ.ʈʰo (অ.ঠো)
শব্দ-উৎস: সংস্কৃত অষ্ট> প্রাচীন বাংলা অঠ। পদ: বিশেষ্য
অর্থ: আট নামক অঙ্ক. ৮।
সমার্থক শব্দাবলি: অঠ, অষ্ট, আট, ৮
পদ: বিশেষণ
অর্থ: আট নামক অঙ্কটি যখন পরিমাণ বা পরিমাপের দিক নির্দেশ করে। অন্য শব্দের পূর্বে বসে 'আট' পরিমাপ বা পরিমাণগত বিষয়ে বিশেষিত করে।

পূর্বপদ: অঠকুমারী।

সূত্র :