অঠ
বানান্ বিশ্লেষণ : অ +ঠ্+অ।
উচ্চারণ:
ɔ.ʈʰo
(অ.ঠো)
শব্দ-উৎস:
সংস্কৃত অষ্ট>
প্রাচীন
বাংলা অঠ।
পদ: বিশেষ্য
অর্থ: আট নামক অঙ্ক. ৮।
সমার্থক শব্দাবলি: অঠ, অষ্ট,
আট, ৮
পদ:
বিশেষণ
অর্থ: আট নামক অঙ্কটি যখন পরিমাণ বা পরিমাপের দিক
নির্দেশ করে। অন্য শব্দের পূর্বে বসে 'আট' পরিমাপ বা পরিমাণগত বিষয়ে বিশেষিত করে।
পূর্বপদ: অঠকুমারী।
সূত্র :
-
চর্যাগীতি
পদাবলী, সুকুমার
সেন, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা,
১৯৯৫
-
চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ।
অগ্রহায়ণ ১৪০২।
- চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক। পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা।
জুলাই ২০০৯।
- চর্যাগীতি পরিক্রমা। দে'জ সংস্করণ। জানুয়ারি ২০০৫।
- চর্যাগীতিকোষ। নীলরতন সেন সম্পাদিত। সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১।
- বাংলা একাডেমি বিবর্তনমূলক অভিধান। প্রথম খণ্ড (অ-ঞ)। বাংলা
একাডেমি, ঢাকা। জুন ২০১৩।
- বাংলা
ভাষার ইতিবৃত্ত। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ। মাওলা ব্রাদ্রাস। ঢাকা। জুলাই
১৯৯৮।
- বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস,
ক্ষেত্র গুপ্ত, গ্রন্থনিলয়, কলকাতা।কলকাতা ২০০১।
- হাজার বছরের
পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোঁহা, হরপ্রসাদ
শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা, ১৩২৩
- Materials for a Critical Edition of the
Old Bengali Charyapadas (A comparative study of
the text and the Tibetan translation), Part I, প্রবোধচন্দ্র বাগচী,
Journal of the Department of Letters, Vol. XXX, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, ১৯৩৮
- Development of the
Bengali Language .Suniti
Kumar Chatterji. London.
George Allen & Unwin Ltd, 1970