অইললা
বানান বিশ্লেষণ: অ+ই++অ+ত্+অ+ল্+আ
উচ্চারণ: o.i
l.t̪ɔ.la (ও.ইল্.ত.লা)

শব্দ-উৎস: দেশী অইল +তলা {সংস্কৃত তল>বাংলা তল+আ}
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অইলের তলা/ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা }
অর্থ: ঘরের চালের আনুভূমিক বা ঈষৎ নিম্নগামী বর্ধিত অংশ, যা দেওয়ালের বর্ধিতাকারে থাকে, তার নাম ছাঁচ এর নিচ থেকে ভূমি পর্যন্ত সকল অংশ অইলতলা বৃষ্টির সময় উপর দিয়ে চালের পানি যেখানে গড়িয়ে পড়ে, সেখান থেকে গৃহের দেওয়াল পর্যন্ত অংশ
সমনামসমূহ: অইলতলা,
ইলতলা
, কানাচতলা, ছঞ্চাতলা, ছঞ্চিতলা, ছাঁইচতলা, ছাঁচতলা, ছেঁচতলা, সঞ্চাতলা


সূত্র :