অইল
বানান বিশ্লেষণ :অ+ই+ল্+অ
উচ্চারণ: o.il
ও.ইল্
শব্দ-উৎস: ১. দেশী।
পদ : বিশেষ্য
{ঊর্ধ্বক্রমবাচকতা {ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}}
অর্থ: অম্লকুচি নামক গাছ।
সমার্থক শব্দাবলি: অইল, অম্লকুঁচি, অমলকুঁচি
ইংরেজি নাম:
Teri Pods
বৈজ্ঞানিক নাম: Caesalpinia digyna Rottl
[দেখুন : অমলকুঁচি [উদ্ভিদ]]
শব্দ-উৎস:২. সংস্কৃত বলীক> বাংলাঅইল
পদ: বিশেষ্য
২.১. ঊর্ধ্বক্রমবাচকতা {সীমানা| অঞ্চল| অবস্থান| দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ:
অঞ্চল বা কোনো ভূমির উপরে‒ মানুষের তৈরি স্থাপিত মাটি বা পাথরের তৈরি সীমানা নির্ধারক স্তূপ। যা দুটি ভূমির মধ্যস্থানে একটি সীমারেখা তৈরি করে বা দুটি ভূখণ্ডকে পৃথক করে। মূলত কৃষিজমির ক্ষেত্রে ভূখণ্ডের বিভাজক হিসেবে অইল বা আইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমার্থক শব্দাবলি: অইল, আইল, আবাল, আল
উদাহরণ: জমির অইল।
ইংরেজি:
demarcation line between agricultural plots

২.২. ঊর্ধ্বক্রমবাচকতা {|ঝুলন্ত-বহির্বর্তন-কাঠামো | বহির্বর্তন কাঠামো| মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: ঘরের চালের আনুভূমিক বা ঈষৎ নিম্নগামী বর্ধিত অংশ, যা দেওয়ালের বাইরে বর্ধিতাকারে থাকে
সমার্থক শব্দাবলি: অইল, ওইল, কানাচ, ছঞ্চা, ছঞ্চি, ছাঁইচ, ছাঁচ, ছেঁচ, নীধ্র, পটল, সঞ্চা । মিশ্র শব্দ : অইলতলা

সূত্র :