অম্লকুঁচি
বানান বিশ্লেষণ : অ+ম্+ল্ +অ+ক্+উ+ঁ+চ্+ই।
উচ্চারণ:
ɔm.lo.kũ.ci (অম্.লো.কুঁ.চি)
শব্দ-উৎস: দেশী।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ: একপ্রকার উদ্ভিদ।
সমার্থক শব্দাবলি: অইল, অম্লকুঁচি, অমলকুঁচি
ইংরেজি নাম:
Teri Pods
বৈজ্ঞানিক নাম:
Caesalpinia digyna Rottl.
            [দেখুন : অমলকুঁচি [উদ্ভিদ]]

সূত্র :