অম্লকুঁচি
বানান বিশ্লেষণ : অ+ম্+ল্ +অ+ক্+উ+ঁ+চ্+ই।
উচ্চারণ: ɔm.lo.kũ.ci
(অম্.লো.কুঁ.চি)
শব্দ-উৎস: দেশী।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ভাস্কুলার উদ্ভিদ |
উদ্ভিদ |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |}
অর্থ: একপ্রকার উদ্ভিদ।
সমার্থক শব্দাবলি:
অইল, অম্লকুঁচি,
অমলকুঁচি
ইংরেজি নাম:
Teri Pods
বৈজ্ঞানিক নাম: Caesalpinia digyna Rottl.
[দেখুন :
অমলকুঁচি [উদ্ভিদ]]
সূত্র :
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- ভারতীয় বনৌষধি। দ্বিতীয় খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয় ২০০২।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার
বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- wordnet 2.1