পটল
বানান বিশ্লেষণ: প্+অ+ট্+অ+ল্+অ
উচ্চারণ:
[প.টোল্] [.ʈol]
শব্দ-উৎস: সংস্কৃত पटल পটল>বাংলা পটল

১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öপট্ (আচ্ছাদন করা) +অল (কলচ), কর্মবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { ঝুলন্ত-বহির্বর্তন-কাঠামো | বহির্বর্তন কাঠামো |  নির্মাণ কাঠামো |   মনুষ্য-সৃষ্ট  | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: ঘরের চালের আনুভূমিক বা ঈষৎ নিম্নগামী বর্ধিত অংশ, যা দেওয়ালের বাইরে বর্ধিতাকারে থাকে
সমার্থক শব্দাবলি:
অইল, ওইল, কানাচ, ছঞ্চা, ছঞ্চি, ছাঁইচ, ছাঁচ, ছেঁচ, নীধ্র, পটল, সঞ্চা



. পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | পরাশ্রয়ী উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
পটল [উদ্ভিদ]
অর্থ: Cucurbitaceae গোত্রের এক ধরনের বর্ষজীবী লতানো উদ্ভিদ। বাংলাদেশে পটল সব্জী হিসেবে খাওয়া হয়।
এক প্রকার লতানো গাছের ফল ও তার গাছ।
             দেখুন :
পটল


সূত্র :