ঝুলন্তু-বহির্বর্তন-কাঠামো
কেন্দ্রীয় ভারধারণ সমর্থিত অংশ থেকে বর্ধিত এমন অংশ, যা মূল কাঠামোর সাথে ঝুলন্ত থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা { বহিবর্তন | নির্মাণ কাঠামো | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: overhang

ব্যাখ্যা: স্থাপত্যকর্মে প্রচুর ঝুলিয়ে রাখা স্থাপত্য কাঠামো পাওয়া যায়। যেমন ঝুলন্ত বারান্দা, কার্নিশ ইত্যাদি।