ছঞ্চা
বানান বিশ্লেষণ:
ছ্+অ+ঞ্+চ্+আ
উচ্চারণ: [ছন্.চা] [cʃʰon.cʃa]
শব্দরূপ: দেশী (প্রাদেশিক, হিন্দি, বাংলা) ছজ্জা>বাংলা ছঞ্চা, ছঞ্চি।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { ঝুলন্ত-বহির্বর্তন-কাঠামো | বহির্বর্তন কাঠামো |  নির্মাণ কাঠামো |   মনুষ্য-সৃষ্ট  | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : ঘরের চালের আনুভূমিক বা ঈষৎ নিম্নগামী বর্ধিত অংশ, যা দেওয়ালের বর্ধিতাকারে থাকে, তার নাম ছাঁচ এর নিচ থেকে ভূমি পর্যন্ত সকল অংশ অইলতলা বৃষ্টির সময় উপর দিয়ে চালের পানি যেখানে গড়িয়ে পড়ে, সেখান থেকে গৃহের দেওয়াল পর্যন্ত অংশ
সমার্থক শব্দ:
অইল, ওইল, কানাচ, ছঞ্চা, ছঞ্চি, ছাঁইচ, ছাঁচ, ছেঁচ, নীধ্র, পটল, সঞ্চা

যৌগিক শব্দ: ছঞ্চাতলা