ছেঁচ
বানান বিশ্লেষণ:
ছ্+এ+ঁ+চ্+অ
উচ্চারণ:
[ছেঁচ্]
[cʃʰ̃ecʃ]
শব্দরূপ:
সংস্কৃত ছদন (আবরণ)।
হিন্দি ছজ্জা>বাংলা
ছঞ্চা, ছঞ্চি, ছাঁইচ>ছাঁচ>ছেঁচ
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
ঝুলন্ত-বহির্বর্তন-কাঠামো
|
বহির্বর্তন
কাঠামো
|
নির্মাণ কাঠামো
|
মনুষ্য-সৃষ্ট
|
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ:
ঘরের চালের আনুভূমিক
বা ঈষৎ নিম্নগামী বর্ধিত অংশ, যা দেওয়ালের
বাইরে বর্ধিতাকারে থাকে।
সমার্থক শব্দাবলি:
অইল,
ওইল,
কানাচ,
ছঞ্চা,
ছঞ্চি,
ছাঁইচ,
ছাঁচ,
ছেঁচ,
নীধ্র,
পটল,
সঞ্চা।
যৌগিক শব্দ:
ছেঁচতলা
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি
সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা
অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র
রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭।