অনুদিন
বানান বিশ্লেষণ:অ+ন্+উ+দ্+ই+ন্+অ
উচ্চারণ: o.nu d̪in
(ও.নু.দিন্)।
শব্দ-উৎস:
সংস্কৃত অনুদিন>
বাংলা অনুদিন,
চর্যাপদ অণুদিন,।
শব্দ বিবর্তন: সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
ফরই অনুদিন
তোলাএ সমাই।
কাহ্নপা।
[চর্যাপদ ৪২]।
অণুদিন সবরো কিম্পি ণ চেবই মহাসুহেঁ ভোলা।
শবরপাদানাম।
[চর্যাপদ ৫০]।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দিনে দিনে/ বীপ্সার্থে অব্যয়ীভাব সমাস
পদ: ক্রিয়া বিশেষণ
(বিশেষণ)
অর্থ: ক্রমাগত প্রতিদিনের একীভূত সময়কাল।
সমার্থক শব্দাবলি: প্রতিদিন
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি
সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা
অভিধান। বাংলা একাডেমী, ঢাকা। মার্চ ২০০৫।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব।
দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার
বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম
সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র।