অনুদিন
বানান বিশ্লেষণ:অ+ন্+উ+দ্+ই+ন্+অ
উচ্চারণ:
o.nu d̪in (ও.নু.দিন্)।
শব্দ-উৎস: সংস্কৃত অনুদিন> বাংলা অনুদিন, চর্যাপদ অণুদিন,।
শব্দ বিবর্তন: সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
            ফরই অনুদিন তোলাএ সমাই  কাহ্নপা। [চর্যাপদ ৪২]।
            অণুদিন সবরো কিম্পি ণ চেবই মহাসুহেঁ ভোলা। শবরপাদানাম। [চর্যাপদ ৫০]।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দিনে দিনে/ বীপ্সার্থে অব্যয়ীভাব সমাস
পদ: ক্রিয়া বিশেষণ (বিশেষণ)
অর্থ: ক্রমাগত প্রতিদিনের একীভূত সময়কাল। সমার্থক শব্দাবলি: প্রতিদিন
সূত্র: