আভাময়
বানান বিশ্লেষণ: +ভ্+আ+ম্+অ+য়্+অ
উচ্চারণ :
a.bʰa.  (আ.ভা.ময়্)।

আ.ভা.ময়্ [আ এবং ভা একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। ম-এর সাথে অর্ধ-স্বরধ্বনি হিসেবে ময়্ একাক্ষর তৈরি হবে]

শব্দ-উৎস: সংস্কৃত आभामय (আভাময়)>বাংলা আভা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আভা {আ-
ভা (দীপ্তি) +অ (অঙ), ভাববাচ্য+আ (টাপ্)}+ময় (ময়ট্)  আচ্ছন্ন অর্থে।
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: আভা (কিরণ) ধারণ করে বা যুক্ত আছে মন
মার্থক শব্দাবলি:  
অংশুধর, অংশুমৎ,  অংশুময়, অংশুমান, অংশুমালী, অংশুযুক্ত, অংশুল,  আভাময়, উজ্জ্বল, কিরণময়, কিরণযুক্ত, জ্যোতির্ময়, জ্যোতিষ্মান, তেজোময়, দীপ্তিমান, দীপ্তিময়, দ্যুতিময়, দ্যুতিমান, দেদীপ্যমান, প্রদীপ্ত,  প্রভাবিশিষ্ট, প্রভাযুক্ত, প্রভাশালী।
বিপরীতার্থক শব্দ: আভাময়ী (স্ত্রীলিঙ্গার্থে)
ইংরেজি: lumininous, radiant


সূত্র :