আলগা
বানান বিশ্লেষণ: আ+ল্+অ+গ্ +আ
উচ্চারণ:
al.ga [আল্.গা]
শব্দ-উৎস: সংস্কৃত অলগ্ন> প্রাকৃত অলগ্গ>আলগ+আ=আলগা> বাংলা আলগা
পদ: বিশেষণ
অর্থ: যিনি অসঙ্গত (অসরল, ছলনা ইত্যাদির) আচরণ করেন না, এই অর্থে অকপট।
১. আলাদা, পৃথক, বিচ্ছিন্ন, স্বতন্ত্র। [আলগা হয়ে বসা]
২. ঢিলা, শিথিল [আলগা কর গো খোঁপার বাঁধন। কাজী নজরুল ইসলাম]
৩. বন্ধনদশায় নেই এমন, অনাবদ্ধ, অলগ্ন [গায়ের আলগা কাপড়]
৪. অনাবৃত, নগ্ন [আলগা গা]
৫. যা আঁটোশাটো নয়, ফসকা [আলগা গেরো]
৬. উন্মুক্ত, খোলা [আলগা দরজা]
৭. যা ঢাকা নেই, অনাবৃত, উন্মুক্ত [আলগা খাবার]
৮. অতিরিক্ত, অনাবশ্যক [আলগা কথা]
৯. অংসযত, বেফাঁস [আলগা মুখ, আলগা কথা]
১০. আন্তরিকহীন, লোক দেখানো [আলগা সোহাগ]
এই শব্দ থেকে সংযোজক ক্রিয়ামূল এবং নামধাতু উৎপন্ন হয়।
চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ আলগা আলগা আলগান আলগা আলগা, আলগাস আলগাই
ঘটমান আলগাচ্ছে আলগাচ্ছেন আলগাচ্ছেন আলগাচ্ছ আলগাচ্ছিস আলগাচ্ছি
পুরাঘটিত আলগেছে আলগেছেন আলগেছেন আলগেছ আলগেছিস আলগেছি
অনুজ্ঞা আলগাক আলগান আলগান আলগাও আলগা, আলগাস  
অতীত সাধারণ আলগাল আলগালেন আলগালেন আলগালে আলগালি আলগালাম
নিত্যবৃত্ত আলগাত আলগাতেন আলগাতেন আলগাতে আলগাতিস আলগাতাম
ঘটমান আলগাচ্ছিল আলগাচ্ছিলেন আলগাচ্ছিলেন আলগাচ্ছিলে আলগাচ্ছিলি আলগাচ্ছিলাম
পুরাঘটিত আলগেছিল আলগেছিলেন আলগেছিলেন আলগেছিলে আলগেছিলি আলগেছিলাম
ভবিষ্যৎ সাধারণ আলগাবে আলগাবেন আলগাবেন আলগাবে আলগাবি আলগাব
ঘটমান আলগাতে থাকবে আলগাতে থাকবেন আলগাতে থাকবেন আলগাতে থাকবে আলগাতে থাকবি আলগাতে থাকব
পুরাঘটিত আলগে থাকবে আলগে থাকবেন আলগে থাকবেন আলগে থাকবে আলগে থাকবি আলগে থাকব
অনুজ্ঞা আলগাবে আলগাবেন আলগাবেন আলগায়ো আলগাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ আলগায় আলগান আলগান আলগাও আলগাস আলগাই
ঘটমান আলগাইতেছে আলগাইতেছেন আলগাইতেছেন আলগাইতেছ আলগাইতেছিস আলগাইতেছি
পুরাঘটিত আলগাইয়াছে আলগাইয়াছেন আলগাইয়াছেন আলগাইয়াছ আলগাইয়াছিস আলগাইয়াছি
অনুজ্ঞা আলগাউক আলগাউন আলগাউন আলগাইও আলগাইস  
অতীত সাধারণ আলগাইল আলগাইলেন আলগাইলেন আলগাইলে আলগাইলি আলগাইলাম
নিত্যবৃত্ত আলগাইত আলগাইতেন আলগাইতেন আলগাইতে আলগাইতিস আলগাইতাম
ঘটমান আলগাইতেছিল আলগাইতেছিলেন আলগাইতেছিলেন আলগাইতেছিলে আলগাইতেছিলি আলগাইতেছিলাম
পুরাঘটিত আলগাইয়াছিল আলগাইয়াছিলেন আলগাইয়াছিলেন আলগাইয়াছিলে আলগাইয়াছিলি আলগাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ আলগাইবে আলগাইবেন আলগাইবেন আলগাইবে আলগাইবি আলগাইব
ঘটমান আলগাইতে থাকিবে আলগাইতে থাকিবেন আলগাইতে থাকিবেন আলগাইতে থাকিবে আলগাইতে থাকিবি আলগাইতে থাকিব
পুরাঘটিত আলগাইয়া থাকিবে আলগাইয়া থাকিবেন আলগাইয়া থাকিবেন আলগাইয়া থাকিবে আলগাইয়া থাকিবি আলগাইয়া থাকিব
অনুজ্ঞা আলগাইবেন আলগাইবেন আলগাইবেন আলগাইয়ো আলগাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : আলগাইতে, আলগাইলে, আলগাইয়া।          চলিত রীতি :  আলগাতে, আলগালে, আলগে