আলগা
বানান বিশ্লেষণ :
আ+ল্+অ+গ্
+আ।
উচ্চারণ:
al.ga (আল্.গা)
শব্দ-উৎস:
সংস্কৃত অলগ্ন>প্রাকৃতঅলগ্গ>আলগ+আ=আলগা>বাংলা
আলগ+আ=আলগা।
পদ:
বিশেষণ।
অর্থ:
যিনি অসঙ্গত (অসরল, ছলনা
ইত্যাদির) আচরণ করেন না, এই অর্থে অকপট।
১. আলাদা, পৃথক, বিচ্ছিন্ন, স্বতন্ত্র। [আলগা হয়ে বসা]
২. ঢিলা, শিথিল [আলগা কর গো খোঁপার বাঁধন। কাজী নজরুল ইসলাম]
৩. বন্ধনদশায় নেই এমন, অনাবদ্ধ, অলগ্ন [গায়ের আলগা কাপড়]
৪. অনাবৃত, নগ্ন [আলগা গা]
৫. যা আঁটোশাটো নয়, ফসকা [আলগা গেরো]
৬. উন্মুক্ত, খোলা [আলগা দরজা]
৭. যা ঢাকা নেই, অনাবৃত, উন্মুক্ত [আলগা খাবার]
৮. অতিরিক্ত, অনাবশ্যক [আলগা কথা]
৯. অংসযত, বেফাঁস [আলগা মুখ,আলগা কথা]
১০. আন্তরিকহীন, লোক দেখানো [আলগা সোহাগ]
এই শব্দ থেকে সংযোজক ক্রিয়ামূল এবং নামধাতু উৎপন্ন হয়।
সংযোজক ক্রিয়ামূল:
Öআলগা
কর (বিচ্ছিন্ন বা
পৃথক করা)।
উৎপন্ন ক্রিয়াপদ: আলগা করি, আলগা করেন ইত্যাদি।
Öআলগা
থাকা (বিচ্ছিন্ন বা পৃথক রাখা)।
উৎপন্ন ক্রিয়াপদ: আলগা থাকি, আলগা থাকেন
ইত্যাদি
Öআলগা
দেওয়া (ঢিলা দেওয়া, প্রশ্রয় দেওয়া)।
উৎপন্ন ক্রিয়াপদ: আলগা দেই, আলগা দেন ইত্যাদি
নামধাতু
মূল অর্থ- আলাদা, পৃথক, বিচ্ছিন্ন।
ক্রিয়ামূলে রূপান্তর: মূল 'আলগা' শব্দ ক্রিয়াপদে পরিণত হলে−
বিচ্ছিন্ন করা,
মাটি থেকে উপরে
উঠানো ইত্যাদি
অর্থকে প্রকাশ করে। এই ক্ষেত্রে আলগা শব্দটি ক্রিয়ামূলে পরিণত হয়। অর্থাৎ-
আলগা (বিশেষণ)>Öআলগা
Öআলগা
ক্রিয়ামূল থেকে
উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়।
নিচের তালিকায় এই
ক্রিয়ামূলজাত ক্রিয়াপদের তালিকা দেওয়া হলো।
চলিত রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | আলগায় | আলগান | আলগান | আলগাও | আলগা, আলগাস | আলগাই |
ঘটমান | আলগাচ্ছে | আলগাচ্ছেন | আলগাচ্ছেন | আলগাচ্ছ | আলগাচ্ছিস | আলগাচ্ছি | |
পুরাঘটিত | আলগেছে | আলগেছেন | আলগেছেন | আলগেছ | আলগেছিস | আলগেছি | |
অনুজ্ঞা | আলগাক | আলগান | আলগান | আলগাও | আলগা, আলগাস | ||
অতীত | সাধারণ | আলগাল | আলগালেন | আলগালেন | আলগালে | আলগালি | আলগালাম |
নিত্যবৃত্ত | আলগাত | আলগাতেন | আলগাতেন | আলগাতে | আলগাতিস | আলগাতাম | |
ঘটমান | আলগাচ্ছিল | আলগাচ্ছিলেন | আলগাচ্ছিলেন | আলগাচ্ছিলে | আলগাচ্ছিলি | আলগাচ্ছিলাম | |
পুরাঘটিত | আলগেছিল | আলগেছিলেন | আলগেছিলেন | আলগেছিলে | আলগেছিলি | আলগেছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | আলগাবে | আলগাবেন | আলগাবেন | আলগাবে | আলগাবি | আলগাব |
ঘটমান | আলগাতে থাকবে | আলগাতে থাকবেন | আলগাতে থাকবেন | আলগাতে থাকবে | আলগাতে থাকবি | আলগাতে থাকব | |
পুরাঘটিত | আলগে থাকবে | আলগে থাকবেন | আলগে থাকবেন | আলগে থাকবে | আলগে থাকবি | আলগে থাকব | |
অনুজ্ঞা | আলগাবে | আলগাবেন | আলগাবেন | আলগায়ো | আলগাবি | ||
সাধু রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | আলগায় | আলগান | আলগান | আলগাও | আলগাস | আলগাই |
ঘটমান | আলগাইতেছে | আলগাইতেছেন | আলগাইতেছেন | আলগাইতেছ | আলগাইতেছিস | আলগাইতেছি | |
পুরাঘটিত | আলগাইয়াছে | আলগাইয়াছেন | আলগাইয়াছেন | আলগাইয়াছ | আলগাইয়াছিস | আলগাইয়াছি | |
অনুজ্ঞা | আলগাউক | আলগাউন | আলগাউন | আলগাইও | আলগাইস | ||
অতীত | সাধারণ | আলগাইল | আলগাইলেন | আলগাইলেন | আলগাইলে | আলগাইলি | আলগাইলাম |
নিত্যবৃত্ত | আলগাইত | আলগাইতেন | আলগাইতেন | আলগাইতে | আলগাইতিস | আলগাইতাম | |
ঘটমান | আলগাইতেছিল | আলগাইতেছিলেন | আলগাইতেছিলেন | আলগাইতেছিলে | আলগাইতেছিলি | আলগাইতেছিলাম | |
পুরাঘটিত | আলগাইয়াছিল | আলগাইয়াছিলেন | আলগাইয়াছিলেন | আলগাইয়াছিলে | আলগাইয়াছিলি | আলগাইয়াছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | আলগাইবে | আলগাইবেন | আলগাইবেন | আলগাইবে | আলগাইবি | আলগাইব |
ঘটমান | আলগাইতে থাকিবে | আলগাইতে থাকিবেন | আলগাইতে থাকিবেন | আলগাইতে থাকিবে | আলগাইতে থাকিবি | আলগাইতে থাকিব | |
পুরাঘটিত | আলগাইয়া থাকিবে | আলগাইয়া থাকিবেন | আলগাইয়া থাকিবেন | আলগাইয়া থাকিবে | আলগাইয়া থাকিবি | আলগাইয়া থাকিব | |
অনুজ্ঞা | আলগাইবেন | আলগাইবেন | আলগাইবেন | আলগাইয়ো | আলগাইবি | ||
অসমাপিকা ক্রিয়া : সাধু রীতি : আলগাইতে, আলগাইলে, আলগাইয়া। চলিত রীতি : আলগাতে, আলগালে, আলগে |