আলয়
বানান বিশ্লেষণ : +ল্+অ+য়্
উচ্চারণ: a.lɔĕ (আ.লয়্)

=আ। (আ ধ্বনি একাক্ষর।)
লয়=লয় (ল ধ্বনির সাথে য় যুক্ত হয়ে লয়্ একাক্ষর তৈরি করে)

শব্দ-উৎস: সংস্কৃত लय>বাংলা আলয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আ-লয় {লী (লীনভাব) +অ (অচ্), অধিকরণবাচ্য}
পদ :
বিশেষ্য

১. উর্ধ্বক্রমবাচকতা {| নির্মাণ-কাঠামো | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ :
এমন একটি নির্মাণকাঠামো, যার একটি ছাদ এবং দেওয়াল আছে এবং যা কোনো জায়গায় স্থায়ী বা অল্প-স্থায়ীভাবে স্থাপন করা হয়।
সমার্থক শব্দাবলি :
আলয়, গৃহ, ঘর, নিকেতন, সদন।
ইংরেজি:
house

২.
ঊর্ধ্বক্রমবাচকতা {| সামাজিক একাঙ্ক | সংগঠন | সামাজিক গোষ্ঠী | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ : কোনো সামাজিক সংগঠনের একক কোনো অংশ যখন একত্রে মিলমিশে বসবাস করে এমন একটি স্থান
সমার্থক শব্দাবলি : বাসস্থান
উদাহরণ: লোকালয়, দানবালয়।
ইংরেজি :
family, household, house, home, menage

 

৩. ঊর্ধ্বক্রমবাচকতা {| নিরাপত্তা  | নিরাপদ | অবস্থা-দশা | দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ : এমন একটি স্থান, যেখানে কেউ নিরাপদে থাকতে পারে বা থাকার অবস্থা আছে।
সমার্থক শব্দাবলি : আশ্রয়, নিলয়
উদাহরণ: কমলালয় (যেখানে কমলা বা লক্ষ্মী নির্বিঘ্নে থাকতে পারেন)।

ইংরেজি : shelter