আসন
বানান
বিশ্লেষণ:আ+স্+অ+ন্+অ
উচ্চারণ:
শব্দ-উৎস:
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
যোগাঙ্গ
|
হটযোগ
|
যোগমার্গ
|
যোগব্যায়াম
|
শারীরচর্চা
|
সশ্রম
প্রচেষ্টা
|
শ্রম
|
কাজ
|
কার্যক্রম
|
মনুষ্য কার্যক্রম
|
ঘটিত বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
অর্থ:
যোগের জন্য নির্ধারিত বা চর্চিত আসন। এই কারণের এর প্রকৃত নাম
যোগাসন। সাধারণভাবে আসন নামই প্রচলিত।
পতঞ্জলি কর্তৃক প্রণীত যোগশাস্ত্রে
বর্ণিত আটটি অঙ্গের তৃতীয় অঙ্গ। আসন শব্দের সাধারণ অর্থ হলো- যার উপর উপবেশন করা
যায়। যেমন চেয়ার, মাদুর, টুল ইত্যাদি। যোগশাস্ত্রে আসনের ভিন্নতর অর্থ বহন করে।
যোগ শাস্ত্রের হঠযোগ সাধনার জন্য যে সাতটি সাধনবিধি আছে, তার একটি বিধি হলো
দৃঢ়তা। এই দৃঢ়তাকে ধারণ করার প্রক্রিয়া হলো আসন। মূলত সাধনার জন্য শরীরকে এমন একটি
অবস্থায় আনতে হবে, যে অবস্থায় শরীর স্থির থাকবে এবং চিত্তে প্রফুল্লতা আসবে। শরীরকে
স্থির করার সময় দেহের ভঙ্গিমা কেমন হবে, তা বিশেষভাবে চিহ্নিত ও নামকরণকরণ করা
হয়েছে। আবার হট্যোগের অঙ্গসমূহের একটি অঙ্গ আসন নামে পরিচিত।
[দেখুন:
আসন [যোগশাস্ত্র]
]
সমার্থক শব্দাবলি: