বাদ্য
বানান্ বিশ্লেষণ : ব্+আ+দ্+য্+অ
উচ্চারণ:
bad̪ .d̪ o
(বাদ্.দো)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
(√
(বাদি=
{√
বদ্+ই (ণিচ)}
+
য (যৎ)
১. পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বাদ্যযন্ত্র |
যন্ত্র
| ডিভাইস
যন্ত্রীকরণ |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক
সত্তা |
সত্তা | }
অর্থ: সঙ্গীতে ব্যবহৃত বাজনার যন্ত্র।
২. পদ:
বিশেষ্য
(ক্রিয়াবাচক)
ঊর্ধ্বক্রমবাচকতা {বাদ্যযন্ত্র |
যন্ত্র
| ডিভাইস
যন্ত্রীকরণ |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক
সত্তা |
সত্তা | }
অর্থ: বাজনা। এই শব্দের সাথে
যন্ত্র শব্দ যুক্ত হয়ে বাদ্যযন্ত্র (বাজনার যন্ত্র)।
সূত্র :
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।