বিভাজিত

বানান বিশ্লেষণ: ব্+ই+ভ্+আ+জ্+ই+ত্+অ
উচ্চারণ:
bi.bʱa.ɟi.
o (বি‌.ভা.জি.তো)

বি.ভা.জি.তো [বি, ভা. জি একাক্ষর ধ্বনি হিসেবে উচ্চারিত, এবং শেষের ত ধ্বনিটি ওকারান্ত হয়ে তো ধ্বনিতে পরিণত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত  विभाजित বিভাজিত>বাংলা বিভাজিত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বি-
ভাজি {√ভজ্ (ভাগ করা) +ই (ণিচ)}+ ত (ক্ত)}
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: যা ভাগ হয়েছে এমন।
সমার্থক শব্দাবলি:
অংশিত, বিভক্ত, বিভাজিত, পৃথককৃত।
বিপরীতার্থক শব্দ: অংশিতা (স্ত্রীলিঙ্গার্থে)

ইংরেজি:  a divided into parts or shares, partioned