২. রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √ বিধ্ (বেধন)+ ম (ঘঞার্থে)১. অর্থ: কিছু সাধারণ গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে বিশেষভাবে শনাক্ত করা যায় এমন একটি বিন্যাস-প্রকরণ।
সমার্থক শব্দ: ধরন, মন, মত, রকম, রূপ, প্রকার
উদাহরণ: এ রূপ কথা কখনো বাপের জন্মেও শুনি নি।
ইংরেজি: kind, sort, form, variety।