ধরন
বানান বিশ্লেষণ: ধ্+অ+র্+অ+ন্+অ
উচ্চারণ:
d̪ʰɔ.ron [ধ.রোন্]
শব্দ-উৎস: সংস্কৃত ধরণ> বাংলা ধরণ >ধরন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ধর + অন
পদ: বিশেষ্য

১.অর্থ: শ্রেণিগত রূপ ধারণ অর্থে বাংলায় 'ধরন' ব্যবহৃত হয়।
সামর্থক শব্দাবলি:

১.১. প্রণালি, পদ্ধতি (কাজের ধরন)
১.২. প্রকার, প্রকরণ (পুঁটি এক ধরনের মাছ)
১.৩. ধরন, মন, মত, রকম, রূপ, প্রকার  (এ ধরনের কথা আগে কখনো শুনি নি)
১.৪. ভাব, ভঙ্গী (তার ধরন সুবিধের নয়)
১.৫. প্রথা,  রীতি (এ ধরন বহু প্রাচীন)

২. অর্থ: কোনো কিছু ধরা
সমৱার্থক শব্দাবলি:ধরন, ধরা
উদাহরণ: পাখি ধরন সহজ নয়

সূত্র: