রকম
বানান বিশ্লেষণ: র্+অ+ক্+অ+ম্+অ
উচ্চারণ: rɔ.kom (র.কোম্)
শব্দ-উৎস: আরবি রকম> বাংলা রকম
পদ: বিশেষ্য
১.১ অর্থ: কোনো বিশেষ পদ্ধতিগত মত
সমার্থক শব্দাবলি: অনুযায়ী, ধারা, পদ্ধতি, প্রণালী, রীতি,
উদাহরণ: দীর্ঘদিন ধরে এ রকম চলে আসছে

১.২ অর্থ: তুলনীয় রূপ, প্রকার
সমার্থক শব্দাবলি: মন, মত, রকম, রূপ, প্রকার
উদাহরণ: বিষয়টির  দুই রকম অর্থ হতে পারে
 


সূত্র: