রকম
বানান বিশ্লেষণ: র্+অ+ক্+অ+ম্+অ
উচ্চারণ:
rɔ.kom
(র.কোম্)
শব্দ-উৎস:
আরবি
রকম>
বাংলা রকম
পদ:
বিশেষ্য
১.১ অর্থ: কোনো বিশেষ
পদ্ধতিগত মত
সমার্থক শব্দাবলি: অনুযায়ী,
ধারা, পদ্ধতি, প্রণালী, রীতি,
উদাহরণ:
দীর্ঘদিন ধরে এ রকম চলে আসছে
১.২ অর্থ: তুলনীয় রূপ, প্রকার
সমার্থক শব্দাবলি: মন,
মত,
রকম, রূপ, প্রকার
উদাহরণ: বিষয়টির দুই রকম অর্থ হতে পারে
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ
বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ ২০০৫। পৃষ্ঠা: ১।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার
বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ১।