মত
বানান বিশ্লেষণ: ম্+অ+ত্+অ
১. উচ্চারণ: এই শব্দটি স্থান বিশেষ দুই প্রকার উচ্চারণ হয়। যেমন-
১.১. mɔt̪ (মত্)
স্বাধীনভাবে শব্দটি এরূপ উচ্চারিত হয়। যেমন- এই বিষয়ে তোমার মত কি?
১.২.
 mɔt̪ (মত্)
যুক্তশব্দের শেষে এরূপ উচ্চারিত হয়। যেমন- অভিমত, অমত, জনমত, মতামত
১.২.
 mɔt̪ (মত্)
বিদেশী শব্দের শুরুতে এরূপ উচ্চারিত হয়। যেমন-মতলব, মতলবাজ, মতলবি

২.১. mɔ.t̪o (ম.তো)। যুক্তশব্দের শেষে এরূপ উচ্চারিত হয়। যেমন- মতবাদ (মতোবাদ)। এরূপ- মতবিরোধ, মতভেদ।
২.২. mɔ.t̪o (ম.তো)। তুলনীয় রূপ, প্রকার অর্থে শব্দটির এরূপ উচ্চারিত হয়। যেমন- এমত (এপ্রকার, এরূপ)। যেমন- এমত (এমতো) অবস্থায়।
১ শব্দ-উৎস: সংস্কৃত মত> বাংলা মত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
মন্‌ (মনে করা) +ত (ক্ত), কর্মবাচ্য
১.১ অর্থ: কোনো বিষয়ের মানসিক ভাব
সমার্থক শব্দাবলি: অভিমত, ধারণা
উদাহরণ: এই বিষয়ে তোমার মত কি?

১.২ অর্থ: কোনো বিষয়ের সমর্থন-সূচক মনোভাব
সমার্থক শব্দাবলি: সম্মতি, সমর্থন
উদাহরণ: এই কাজে আমার মত নেই

১.৩ অর্থ: কোনো বিষয় সম্পর্কিত নীতিমালা
সমার্থক শব্দাবলি: নিয়ম, বিধি, বিধান
উদাহরণ: হিন্দু মতে বিবাহ।

১.৪.অর্থ: মীমাংসিত কোনো বিশ্বাস
সমার্থক শব্দাবলি: মীমাংশা, সিদ্ধান্ত
উদাহরণ: ধর্মমত, দার্শনিক মত।

১.৫.অর্থ: কোনো বিশেষ পদ্ধিতগত মত
সমার্থক শব্দাবলি: অনুযায়ী, ধারা, পদ্ধতি, প্রণালী, রীতি
উদাহরণ: কবিরাজি মতে চিকিৎসা

১.৬.অর্থ:
কোনো বিশেষ পদ্ধতিগত মত
অর্থ: তুলনীয় রূপ, প্রকার
সমার্থক শব্দাবলি: মন, মত, রূপ, প্রকার
উদাহরণ: এমত (এপ্রকার, এরূপ)


সূত্র: