মত
বানান বিশ্লেষণ: ম্+অ+ত্+অ
১. উচ্চারণ: এই শব্দটি স্থান বিশেষ দুই প্রকার
উচ্চারণ হয়। যেমন-
১.১. mɔt̪
(মত্)
স্বাধীনভাবে শব্দটি এরূপ উচ্চারিত হয়। যেমন- এই বিষয়ে তোমার মত কি?
১.২.
mɔt̪
(মত্)
যুক্তশব্দের শেষে এরূপ উচ্চারিত হয়। যেমন- অভিমত, অমত, জনমত, মতামত
১.২.
mɔt̪
(মত্)
বিদেশী শব্দের শুরুতে এরূপ উচ্চারিত হয়।
যেমন-মতলব, মতলবাজ, মতলবি
২.১. mɔ.t̪o
(ম.তো)। যুক্তশব্দের শেষে এরূপ উচ্চারিত হয়। যেমন- মতবাদ (মতোবাদ)।
এরূপ- মতবিরোধ, মতভেদ।
২.২. mɔ.t̪o
(ম.তো)। তুলনীয় রূপ, প্রকার
অর্থে শব্দটির এরূপ উচ্চারিত হয়। যেমন- এমত (এপ্রকার, এরূপ)।
যেমন- এমত (এমতো) অবস্থায়।
১ শব্দ-উৎস:
সংস্কৃত
মত>
বাংলা মত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
মন্ (মনে
করা) +ত (ক্ত),
কর্মবাচ্য
১.১ অর্থ: কোনো বিষয়ের মানসিক
ভাব
সমার্থক শব্দাবলি: অভিমত, ধারণা
উদাহরণ: এই বিষয়ে তোমার মত কি?
১.২ অর্থ: কোনো বিষয়ের সমর্থন-সূচক
মনোভাব
সমার্থক শব্দাবলি: সম্মতি, সমর্থন
উদাহরণ: এই কাজে আমার মত নেই
১.৩ অর্থ: কোনো বিষয়
সম্পর্কিত নীতিমালা
সমার্থক শব্দাবলি: নিয়ম,
বিধি, বিধান
উদাহরণ: হিন্দু মতে বিবাহ।
১.৪.অর্থ: মীমাংসিত
কোনো বিশ্বাস
সমার্থক শব্দাবলি: মীমাংশা,
সিদ্ধান্ত
উদাহরণ: ধর্মমত, দার্শনিক মত।
১.৫.অর্থ: কোনো বিশেষ
পদ্ধিতগত মত
সমার্থক শব্দাবলি: অনুযায়ী,
ধারা, পদ্ধতি, প্রণালী, রীতি
উদাহরণ: কবিরাজি মতে চিকিৎসা
১.৬.অর্থ: কোনো বিশেষ
পদ্ধতিগত মত
অর্থ: তুলনীয় রূপ, প্রকার
সমার্থক শব্দাবলি:
মন, মত, রূপ, প্রকার
উদাহরণ: এমত (এপ্রকার, এরূপ)
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ
বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ ২০০৫। পৃষ্ঠা: ১।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার
বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ১।