বিমূর্ত
বানান বিশ্লেষণ: ব্+ই+ম্+ঊ+র্+ত্+অ
উচ্চারণ: [বি.মুর্ত.তো] [bi.mur.o]
শব্দ-উৎস: সংস্কৃত विमूर्त्त (বিমূর্ত্ত)> বাংলা বিমূর্ত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বি- মূর্তি {Öমূর্চ্ছ (আকার প্রাপ্ত হওয়া)+তি (ক্তিন্), কর্তৃবাচ্য} +অ (অচ্)
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:
যা জায়গা দখল করে না এবং ওজন নেই এবং যার অস্তিত্ব শুধু মনোজগতে- এই অর্থে বিমূর্ত

১. রূপ বা আকার নেই।
সমার্থক শব্দাবলি: অবয়বহীন,
অবিগ্রহ, অমূর্ত, অরূপ, আকারহীন, নিবয়ব, নিরাকার, নিরূপ, নৈরাকার, মূর্তিহীন, রূপহীন
ইংরেজি:
amorphous, formless, shapeless

২. দেহ নেই।
সমার্থক শব্দাবলি: অনঙ্গ, অকায়, অশরীরী, কায়াশূন্য, কায়াহীন, দেহহীন, দেহবিহীন, দেহশূন্য, বিদেহী।
ইংরেজি: formless

বিপরীতার্থক শব্দ: অমূর্ত [ভাবার্থে]
ইংরেজি:
Abstract

সংযোজক শব্দাবলি: