চতুর
বানান বিশ্লেষণ: চ্+অ+ত্+উ+র্+অ
উচ্চারণ:
co.t̪ur (চো.তুর্)
শব্দ-উৎস: সংস্কৃত চতুর> বাংলা চতুর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √ চত্ (প্রার্থনা) + উর্চ (উর্চ্), কর্মবাচ্য
পদ: বিশেষণ

অর্থ: কর্মক্ষেত্রে যে প্রার্থিত কাজ সম্পন্ন করতে পারে। এই অর্থে কৌশল বা অপকৌশল হতে পারে। উভয় অর্থের চতুর শব্দটি বাংলায় ব্যবহৃত হয়।

১. চালাক, ধূর্ত
২. প্রতারক, ঠক, শঠ
২. দক্ষ, নিপুণ

 

বিপরীতার্থক শব্দ:

যুক্তশব্দ

সূত্র :