দীর্ঘ
বানান বিশ্লেষণ: দ্+ঈ+র্+ঘ্+অ
উচ্চারণ:[দির্গ্.ঘো] [d̪ig.gho]
শব্দ-উৎস:
সংস্কৃত>
বাংলা দীর্ঘ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √
দৄ (বিদারণ করা)+
ঘ (ঘক),
কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ
অর্থ: যা বিদারণ দ্বারা বিস্তারিত হয়, এই অর্থে দীর্ঘ
সমার্থক শব্দাবলি:
১. লম্বা
(দীর্ঘকণ্ঠ, দীর্ঘকন্দ, দীর্ঘগ্রীব, দীর্ঘতনু, দীর্ঘদেহ<,
দীর্ঘপাদ, দীর্ঘরোমা, দীর্ঘাকার, দীর্ঘগ্র)
২. অধিক, বেশি, বিস্তর (দীর্ঘকাল, দীর্ঘ-হ্রস্ব)
৩. অধিক সময় (দীরঘমেয়াদি, দীর্ঘসূত্রী)
৪. বহুকাল (দীরঘজীবী, দীর্ঘতপা, দীর্ঘায়ু,)
৫. বিস্তৃত (দীর্ঘপথ)
৬. আয়ত, প্রশস্ত (দীর্ঘনয়ন)
৭. দূর ভবিষ্যৎ (দীর্ঘদৃষ্টি)
৮. গভীর বা প্রবল (দীর্ঘনিঃশ্বাস, দীর্ঘশ্বাস)
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- >সরল বাঙ্গালা অভিধান । সুবলচন্দ্র মিত্র।