দীর্ঘ
বানান বিশ্লেষণ: দ্+ঈ+র্+ঘ্+অ
উচ্চারণ:[দির্গ্.ঘো] [
d̪ig.gho]
শব্দ-উৎস: সংস্কৃত> বাংলা দীর্ঘ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দৄ (বিদারণ করা)+ ঘ (ঘক), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ
অর্থ: যা বিদারণ দ্বারা বিস্তারিত হয়, এই অর্থে দীর্ঘ
সমার্থক শব্দাবলি:
১. লম্বা (দীর্ঘকণ্ঠ, দীর্ঘকন্দ, দীর্ঘগ্রীব, দীর্ঘতনু, দীর্ঘদেহ<, দীর্ঘপাদ, দীর্ঘরোমা, দীর্ঘাকার, দীর্ঘগ্র)
২. অধিক, বেশি, বিস্তর (দীর্ঘকাল, দীর্ঘ-হ্রস্ব)
৩. অধিক সময় (দীরঘমেয়াদি, দীর্ঘসূত্রী)
৪. বহুকাল (দীরঘজীবী, দীর্ঘতপা, দীর্ঘায়ু,)
৫. বিস্তৃত (দীর্ঘপথ)
৬. আয়ত, প্রশস্ত (দীর্ঘনয়ন)
৭. দূর ভবিষ্যৎ (দীর্ঘদৃষ্টি)
৮. গভীর বা প্রবল (দীর্ঘনিঃশ্বাস, দীর্ঘশ্বাস)

সূত্র: