দণ্ড
বানান বিশ্লেষণ: দ্+অ+ক্+ষ্+অ
উচ্চারণ :
d̪ɔn.d̪o [দন্.ডো)]
শব্দ-উৎস: সংস্কৃত দণ্ড> বাংলা দণ্ড
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দণ্ড্ (দমন)+অ (অচ্)
পদ:
বিশেষ্য
অর্থ:

১. যার দ্বারা দমন করা হয়, এই অর্থে দণ্ড। উল্লেখ্য, প্রাচীন ভারতে দণ্ড ব্যবহার করে- মানবেতর প্রাণী এবং দুষ্টকে লাঠি পেটা করে দমন করা হতো।
সমার্থক শব্দাবলি: দণ্ড, লগুড়, লাঠি

২. দণ্ড সদৃশ্য লাঠি, যা অন্য কাজে ব্যবহৃত হয়ে থাকে। যেমন-

১. ছত্রদণ্ড, ছাতার  বাঁট
২. হিন্দু ধর্মে ব্রাহ্মণের পুত্রসন্তানের উপনয়নের সময়, ব্রাহ্মণ প্রদত্ত বা ধার্যকৃত লাঠি
৩. সন্ন্যাসীদের হাতে ব্যবহৃত লাঠি
৪. রাজচিহ্ন হিসেবে ব্যবহৃত লাঠ। রাজদণ্ড
৫. লাঠির মতো পদ্ম বা এই জাতীয় ফুলের ডাঁটা বা নল।

৩. প্রাচীন ভারতে সময় শাসক বা পরিমাপক মান। এই মান আধুনিক ২৪ মিনিটের সমান।


সূত্র: