দুর্গতি
বানান বিশ্লেষণ: দ্+উ+র্+গ্+অ+ত্+ই
উচ্চারণ: d̪urg.go.t̪i (দুর্‌গ্.গো.তি)
শব্দ-উৎস: সংস্কৃত দুর্গতি > বাংলা দুর্গতি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দু+ গতি
পদ: বিশেষ্য
অর্থ: অবস্থা বা দশার হীনতর ভাব, শোচনীয় অবস্থা
সমার্থক শব্দাবলি: দুর্গতি, দুরবস্থা।
সূত্র :