গতি
বানান বিশ্লেষণ:
গ্+অ+ত্+ই
উচ্চারণ:
go.t̪i (গো.তি)
শব্দ-উৎস: সংস্কৃত গতি> বাংলা গতি।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
গম্ (গমন করা) + তি (ক্তিন্)
পদ: বিশেষ্য
১.অর্থ: চলমান দশা-প্রাপ্ত
সমার্থক শব্দাবলি: চলন, গতি, বেগ
উদাহরণ: তীব্র গতিতে গাড়িটি চলছে

২. অর্থ: যে কোনো অবস্থা বা দশা
সমার্থক শব্দাবলি: অবস্থা, গতি, দশা
উদাহরণ: তার দুর্গতি গেল না

৩. অর্থ: অবলম্বন বা আশ্রয়
সমার্থক শব্দাবলি: অবলম্বন, আশ্রয়, গতি, সহায়
সমার্থক শব্দাবলি: আল্লাহই আমরি গতি

সূত্র :