এই
বানান বিশ্লেষণ: এ+ই
উচ্চারণ:
[ei
[এই]
শব্দ-উৎস:
সংস্কৃত
এতদ্>এত>এঅ>এ>বাংলা
এ +ই (নিশ্চিতার্থে)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
এ +ই (নিশ্চিতার্থে)
পদ:
-
১. সর্বনাম: ইহা অর্থে।
অর্থ: এই, এটা, ইহা
উদাহরণ: আমি এই চাই।
-
২. বিশেষণ:
নির্দেশকার্থে।
১. অর্থ: এ, এই।
উদাহরণ: এই দিকে তাকাও।
উদাহরণ: এই গাছটি, এই মানুষ
-
৩. ক্রিয়া-বিশেষণ
অর্থ: তৎক্ষণাৎ, অবলম্বে, এখুনি।
উদাহরণ: এই মাত্র এলাম ।
-
৪. অব্যয়
অর্থ: বিস্ময় অর্থে ব্যবহৃত বাক্যে সূচনা-শব্দ
উদাহরণ: এই সেরেছে, এই মেরেছে
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস।
সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।