হাঁ
বানান বিশ্লেষণ: হ+আ+ঁ
উচ্চারণ:
ha ̃ (হাঁ)

১. শব্দ-উৎস:
দেশী
পদ: অব্যয়
অর্থ:
১. সম্মতিসূচক শব্দ। নেতিবাচক শব্দ না-এর বিপরীতার্থক শব্দ। হাঁ তার কথাই ঠিক
২. সম্বোধন শব্দ। হাঁ মা কামিনী, কেমন আছ
৩. কাকুতিবাচক শব্দ।
হাঁ গো হাঁ, ও সব বুঝতে পারি  
৪. সবেগে ধাবমান অর্থে:
হাঁ হাঁ করে ঝড় ছুটে এলো
২. শব্দ-উৎস: সংস্কৃত হর্ম > বাংলা  হা
পদ:
বিশেষ্য
অর্থ: মুখ প্রসারিত করা
সূত্র :