হাঁ
বানান বিশ্লেষণ: হ+আ+ঁ
উচ্চারণ:
ha ̃
(হাঁ)
১. শব্দ-উৎস: দেশী
পদ:
অব্যয়
অর্থ:
১.
সম্মতিসূচক শব্দ। নেতিবাচক শব্দ না-এর বিপরীতার্থক শব্দ।
হাঁ তার কথাই ঠিক
২. সম্বোধন শব্দ। হাঁ মা কামিনী, কেমন আছ
৩. কাকুতিবাচক শব্দ।
হাঁ গো হাঁ, ও সব বুঝতে পারি
৪. সবেগে ধাবমান অর্থে: হাঁ হাঁ করে ঝড় ছুটে এলো
২.
শব্দ-উৎস: সংস্কৃত হর্ম >
বাংলা
হা
পদ:
বিশেষ্য
অর্থ: মুখ প্রসারিত করা
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ
বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ২৩৬৮
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
পৃষ্ঠা: ১১৯৮
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ১৪৪৮
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
পৃষ্ঠা: ৮৭২
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ৮৬২
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
পৃষ্ঠা: ১৩২৩