হঠাৎ
বানান্ বিশ্লেষণ: হ্+অ+ঠ্+আ+ত্
উচ্চারণ:
ɦɔ.ʈʰat̪ (হ.ঠাত্)
শব্দ-উৎস: সংস্কৃত হঠাৎ> বাংলা হঠাৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হঠ (বলপূর্বক অনুচিত কর্মকরণ), পঞ্চমী, একবচন
পদ:
বিশেষণ (ক্রিয়া-বিশেষণ)
অর্থ: আকস্মিকভাবে যা সংঘটিত
সামর্থক শব্দাবলি: অকস্মাৎ, অতর্কিত, আচমকা, আচানক, সহসা, হঠাৎ।