হঠ
বানান্ বিশ্লেষণ: হ্+অ+ঠ্+অ
উচ্চারণ:
ɦɔʈʰ (হঠ্)
শব্দ-উৎস: সংস্কৃত হঠ> বাংলা হঠ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হঠ্ (বলপূর্বক করণ) + অ (অপ্), ভাববাচ্য
পদ:
বিশেষ্য
অর্থ: জোর করে অনুচিত কাজ করা এই অর্থে যে সকল শব্দ ব্যবহার করা হয়, তার সাথে উহ্য হিসেবে 'জোরপূর্বক‌' অর্থটি থাকে। যেমন এর একটি অর্থ অবিবেচনা। এখানে অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে জোরপূর্বক সিদ্ধান্ত দেওয়া বা গ্রহণ করা।
সমার্থ শব্দাবলি: অবিবেচনা, গোয়ারতুমি।
যুক্তশব্দ:

সূত্র: